Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

দিরাইয়ে খাস জায়গা দখল নিয়ে সংঘর্ষে ১জন নিহত, আহত শতাধিক

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধ

আগস্ট ২৯, ২০২৪, ০৪:১৩ পিএম


দিরাইয়ে খাস জায়গা দখল নিয়ে সংঘর্ষে ১জন নিহত, আহত শতাধিক

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন সুনাম পুর মৌজা ৪৬ দাগ সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে মির্জাপুর ও রফিনগর গ্রামবাসীর সংঘর্ষে রফিনগর গ্রামের শাহ আলমের ছেলে হারুন মিয়া (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রফিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের লোকজন এই দখল কে বাঁধা দিতে যায় রফিনগর গ্রামের লোকজন এ নিয়ে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত হয়। 

সরেজমিন গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা নিয়ে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজনদের মাঝে বিরোধ চলে আসছিলো তারই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয় একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিনগর ইউনিয়ন বাংলাবাজার এলাকায় সংঘর্ষ জড়ালে রফিনগর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হারুন মিয়া(৫৫)এর ঘটনাস্থলে মৃত্যু হয় সংঘর্ষে আহত হয় প্রায় অর্ধশত লোকজন। পরে সংঘর্ষ স্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়। 

মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান দিরাই থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এ সংঘর্ষের উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত নিহত হারুন মিয়া বড় ছেলে জসিম (২৯) ও মির্জাপুর গ্রামের মাহমুদুল (২২) আলী আবেদীন (৫৫) নুর কালাম (৫০) । নিহত হওয়ার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাংলা বাজারে ব্যাপক লুটপাট ভাঙচুর শুরু হয়। ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও দিরাই থানা পুলিশ পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।

আরএস

Link copied!