Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ফুট অজগর সাপ অবমুক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৪, ০৭:০৮ পিএম


কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ফুট অজগর সাপ অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৮ কেজি।

বৃহস্পতিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন। এসময় বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: জাহিদুর রহমান মিঞার নির্দেশে বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলাধীন কল্যাণপুর এলাকার জনৈক অরুনা লক্ষ্মী চাকমা এর বাড়ির পাশের জঙ্গল থেকে স্থানীয় জনগণের সহায়তায় বন বিভাগের একটির বিশেষ টহল দল অজগর সাপটি উদ্ধার করেন।

আরএস

Link copied!