Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাদ্য সামগ্রী নিয়ে ফেনীর বন্যা দুর্গতদের পাশে আন্দরকিল্লা মসজিদের খতিব

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২৪, ০৮:৩৩ পিএম


খাদ্য সামগ্রী নিয়ে ফেনীর বন্যা দুর্গতদের  পাশে আন্দরকিল্লা মসজিদের খতিব

খাদ্য সামগ্রী নিয়ে ফেনীর বন্যা দুর্গতদের পাশে আওলাদে রাসুল ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নিজের প্রতিষ্ঠিত মাদানী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনীর দুর্গত মানুষজনের জন্য এক ট্রাক শুকনো খাবার নিয়ে আসেন তিনি।

পরে এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য তুলে দেয়া হয় ফেনী জেলা জামায়াতের নেতৃবৃন্দের হাতে।এসময় জেলা জামায়াত নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,ফেনী জেলা আমীর একেএম শামছুদ্দিন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম প্রমুখ।

আরএস

Link copied!