Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে ২ আওয়ামী লীগ কর্মী নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

আগস্ট ২৯, ২০২৪, ১১:৫৯ পিএম


চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে ২ আওয়ামী লীগ কর্মী নিহত

চট্টগ্রামের হাটহাজারী থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা দুজনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা।

তাদের মধ্যে আনিসের বাবার নাম মো. ইসহাক এবং মাসুদের বাবার নাম মো. রফিক। নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর জানান, বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজেও যাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!