বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৪, ০২:০৯ পিএম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৪, ০২:০৯ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী ও বন্দরের ব্যবসায়ীরা।
শুক্রবার সকাল ১০টায় কালিশুরী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে কয়েক শত নেতাকর্মী মানববন্ধন বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে বক্তব্য দেন- কালিশুরী ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাদা তালুকদার, কালিশুরী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবু, ইউপি সদস্য জুয়েল শরীফ, দলিল উদ্দিন মোল্লা প্রমুখ।
ইএইচ