Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ০২:৩৩ পিএম


পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েত

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীতে আগমন উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মার এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ংকর। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!