Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঘোড়াঘাটে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শিশু-নারীসহ আহত ৩

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ০২:৫৬ পিএম


ঘোড়াঘাটে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শিশু-নারীসহ আহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে মালামাল বোঝাই পিকআপের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে তিনজন। এদের মধ্যে মা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে চাপা খেয়ে দুমড়ে যায় পিকআপের সামনের অংশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, গোলাম মোস্তফা (৩৫), পিয়ারা বেগম (৩০) এবং শিশু জিহাদ মিয়া (৫)। তারা ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বাড়ির আসবাবপত্র বোঝাই পিকআপটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে কাভার্ডভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। বাহন দুটি ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুর গ্রামে পৌঁছালে সংঘর্ষ হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারহান বলেন, আহত ওই নারীর মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং শিশুটি রক্ত বমি করছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিনজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা খবর পেয়েছি। পিকআপটি ঘটনাস্থলেই আছে। তবে কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে।

ইএইচ

Link copied!