Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

দীঘিনালায় বন্যা পরবর্তী সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা প্রদান

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ০৫:২৬ পিএম


দীঘিনালায় বন্যা পরবর্তী সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা প্রদান

খাগড়াছড়ি দীঘিনালায় বন্যাপরবর্তীতে দুর্গত এলাকার লোকজনদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে দীঘিনালা জোনের ৪ বেঙ্গলের সেনাবাহিনী।

শুক্রবার সকালে উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের বন্যার্তদুর্গত এলাকার বন্যার পানিতে মানুষের বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমন ৫ শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সহযোগিতা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন ৪ বেঙ্গল ‘দি বেবী টাইগার্স’।

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন, ঢাকা থেকে আগত এ.কে.এম শাহরিয়ার কবির এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, মেডিসিন বিশেষজ্ঞ (এমডি) ডা. মো. ইব্রাহিম মেডিকেল অফিসার (এমডি) ও দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন রাকিব।

চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, উপজেলার বন্যার কবলিত এলাকায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও বন্যায় কবলিত মানুষের মাঝে পানি বাহিত নানা রোগের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।  

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন আবু রায়হান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা।

ইএইচ

Link copied!