Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আরএফএল গ্রুপের কারখানায় আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৪, ০৭:৪২ পিএম


আরএফএল গ্রুপের কারখানায় আগুন

নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার বিকাল ৫টার দিকে এ আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পলাশ ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়া আগুন নেভাতে ওই কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, আগুন বাইরে ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। তবে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না।

ইএইচ

Link copied!