Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

গাজীপুরে ২১ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

আগস্ট ৩১, ২০২৪, ১১:৩৬ এএম


গাজীপুরে ২১ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কারখানার শ্রমিকদের ২১ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার( ৩১ আগস্ট) ভোর ৫টায় উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ ২১ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি। প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবারের ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না। খাবার মান উন্নয়ন করতে হবে। সব মিলিয়ে ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের বিক্ষোভ অবরোধের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য পদক্ষেপ গ্রহণ করে। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি-দাওয়া শোনা হয় এবং তাদের আইনসম্মত উপায়ে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিআরইউ

Link copied!