Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বানভাসিদের পাশে সুবর্ণচরের ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০২:৫২ পিএম


বানভাসিদের পাশে সুবর্ণচরের ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন

বিরামহীনভাবে বানভাসি মানুষের জন্য কাজ করছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন‍‍`।

কয়েকদিন ধরে ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে একাধিক টিম রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, ওষুধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সিনিয়র সদস্য আমজাদ হোসেন, মাসুদ পারভেজ, শামিম হোসেন, মো. তারেক হোসেন,ও শাহে ইমরান সুবজসহ সংগঠনের সদস্যরা৷ স্বেচ্ছাসেবীদের পরিচালনায় কয়েকটি টিমে বিভক্ত হয়ে বন্যা দুর্গত নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত কাজ করে যায়, ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা।

ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের টিম সদস্য মাসুদ পারভেজ জানান, তারা ইতিমধ্যে সহস্রাধিক মানুষকে হেল্প করেছেন৷ বন্যা-পরবর্তীতে বৃহৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনটি৷

ইএইচ

Link copied!