Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৩:১৫ পিএম


লালমনিরহাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।

মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানায়, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!