Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সিলেট কেন্দ্রীয় কারাগারে হাজতির ‘আত্মহত্যা’

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

আগস্ট ৩১, ২০২৪, ০৩:৩৯ পিএম


সিলেট কেন্দ্রীয় কারাগারে হাজতির ‘আত্মহত্যা’

সিলেট কেন্দ্রীয় কারাগারে ফজলে আমিন (৫৮) নামের এক হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মারা যাওয়া ফজলে আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খানের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় কারাগারের শিমুল ভবনের নীচ তলার ২ নম্বর মানসিক ওয়ার্ডের বাথরুমের অজুখানার অংশের দেয়ালের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, ফজলে আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘শুক্রবার বিকালে ফজল আমিন নামের ওই হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

ইএইচ

Link copied!