Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৪:২৩ পিএম


ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে রেশমা আক্তার সোমা (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।

মৃত রেশমা আক্তার সোমা ওই গ্রামের মুলাম বাড়ির কাতার প্রবাসী রাজনের স্ত্রী। তার ইউসুফ নামে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

মৃতের স্বামীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী জানান, রেশমা আক্তার সোমার স্বামী গত দু’মাস পূর্বে কাতার থেকে দেশে আসেন। এরপর থেকে তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। শুক্রবার রাতে উভয় পরিবারের লোকজন পারিবারিক কলহ মীমাংসা জন্য বৈঠক করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। রাতে স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যায় সোমা। পরে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, রেশমা আক্তার সোমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!