Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে গুরুতর আহত ২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৫:০৮ পিএম


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে গুরুতর আহত ২

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী কর্তৃক হামলা ও মারপিটের ঘটনায় দুই স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, বাঁশকাটা গ্রামের মৃত সাহেব আলী মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী রিনা আক্তার (৪৮)।

এ ঘটনায় আহতের ছেলে মো. সাহিদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী সাহিদ হোসেন জানান, থানায় মামলা দায়ের করার পর থেকে আসামিরা এখন পর্যন্ত বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে দুজন বয়স্ক মানুষকে মারপিট করা ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!