Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চিলমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে শিক্ষার্থীদের বিক্ষোভ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৫:২৫ পিএম


চিলমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ তুলেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

এবিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, অনিয়ম- দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয়। ব্যক্তি আক্রোশে এরকম অভিযোগ তোলা হচ্ছে। এসব দাবি তিনি প্রত্যাখান করেন বলে যোগ করেন।

ইএইচ

Link copied!