Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামালপুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৫:৪৯ পিএম


জামালপুরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি এলাকার মো. আব্দুস ছালামের পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুস ছালাম দিশেহারা হয়ে পড়েছেন।

এ ব্যাপারে ছালামের পরিবার জানান, গত তিন মাস আগে তাদের বাড়ির সামনে ৬০ শতাংশের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির ১০ মণ ২০ কেজি মাছ ছাড়েন। এতে তিন মাসে মাছের খাবার বাবদ খরচ হয়েছে ২ লক্ষ টাকার মতো। এছাড়া শ্রমিক বাবদও বেশ কিছু টাকা খরচ হয়েছে তার।

ছালাম বলেন, মাছগুলো অন্তত ৫ লক্ষ টাকার বেশি বিক্রি করা যেতো। এমনি সময় দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে বিষ প্রয়োগে করে আমাদের পুকুরে মাছগুলো নিধন করে ফেলেছে।

এ ব্যাপারে আব্দুস ছালাম বলেন, পুকুরটি আমাদের দুই ভাইয়ের ছিল। এর আগেও আমার সহোদর ভাই মো. আব্দুল্লাহ এ পুকুরে মাছ চাষ করতে ছিল, তখনও দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ওই পুকুরের মাছ নিধন করেছিলো।

তিনি বলেন, পুকুরটি এর আগে স্থানীয় একটি সমিতির আওতাধীন লিজ দেয়া হয়েছিল, তখন কোন সমস্যা হয়নি, কেউ মাছ নিধন করেনি।

মেম্বার রিপন মাহমুদ মিন্টু বলেন, আমাকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন খবর জানানো হয়নি।

ইএইচ

Link copied!