Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

দীঘিনালা সরকারি কলেজের হিসাব শাখায় আগুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৬:০৪ পিএম


দীঘিনালা সরকারি কলেজের হিসাব শাখায় আগুন

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখার কক্ষে আগুন লেগে পুড়ে গেছে কলেজের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র।

ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়া ভবনসহ পুরো কলেজ ক্যাম্পাস বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা বলেন, আজ কলেজ বন্ধ ছিল। কলেজের আয়া বিরুলা চাকমা আমাকে ফোন করেন, আমি ঘটনাস্থলে এসে দেখি কলেজের হিসাব শাখায় যাবতীয় নথিপত্র পুড়েছে আগুনে।

এ সময় তিনি জানান- শর্টসার্কিট হতে আগুন লেগেছে বলে ধারণা করছেন।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি।

দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা জানান, আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক নূরউদ্দিন বলেন, কলেজের অগ্নিকাণ্ডের ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কলেজ প্রশাসন অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ইএইচ

Link copied!