Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নোয়াখালীতে ত্রাণ বিতরণে প্রশাসনের সমন্বয়হীনতা

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী থেকে

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী থেকে

আগস্ট ৩১, ২০২৪, ০৬:১৩ পিএম


নোয়াখালীতে ত্রাণ বিতরণে প্রশাসনের সমন্বয়হীনতা

নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানের পানিতে বন্যা পরিস্থিতিতে জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়নের ২১ লাখ ২৫ হাজার ৫শত মানুষ পানিবন্দি রয়েছে।

সরকারি হিসেবে ১৩৭৯টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৬৪ হাজার ৭৪৩ জন মানুষ আশ্রিত রয়েছে। বাস্তবিক পক্ষে ছোট-বড় ৫ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে বলে জানা গেছে।

আশ্রয়কেন্দ্র এবং বন্যায় পানিবন্দি অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে জেলা প্রশাসনের সমন্বয়হীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী সদর উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার সকাল ১১টায় জেলা শহরের রশিদ কলোনিসহ বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আ.লীগ সরকার প্রকল্পের নামে দেশে লুটপাট করেছে, এখনও তাদের দোসর প্রশাসনে রয়েছে। নোয়াখালী খাল খনন পরবর্তী রক্ষণাবেক্ষণে ব্যর্থ হয়েছে নোয়াখালী  পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড প্রকল্প তৈরি করে টাকা ভাগবাটোয়ারা করে খেয়েছে। বন্যার কোন পানি নোয়াখালী খাল দিয়ে যেতে পারছে না, খালের সামনে অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করে টাকা খেয়েছে তারা, ব্রিজের সামনে আওয়ামী লীগের লোকজন একাধিক বাঁধ নির্মাণ করে প্রজেক্ট করে রেখেছে, পানি উন্নয়ন বোর্ড বলে, বাঁধ কাটলে নাকি ব্রিজ ভেঙে যাবে।

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বন্যায় আশ্রিত মানুষকে ইউএনও, সেনাবাহিনী সমন্বয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তখন এত পানি আমরা সকলের সাথে সমন্বয় করা সম্ভব হয়ে উঠেনি। এখন প্রত্যেক ইউএনও সকলের সাথে সমন্বয় করে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমরা এ পর্যন্ত নগদ ৪৫ লাখ ও ৮শ মেট্রিকটন চাল বিতরণ করেছি।

ইএইচ

Link copied!