Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গোয়ালন্দে প্রবাসী যুবককে গলাকেটে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৬:২৫ পিএম


গোয়ালন্দে প্রবাসী যুবককে গলাকেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড তেনাপচা এলাকার বিএনপি মোড় বটতলার পাশে পিয়ার আলী মৃধা পাড়ায় আলমগীর হোসেন (৫০) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া গেছে।

আলমগীর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রাহুতপাড়া ধুতরা হাঁটি গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।

নিহত আলমগীরের আত্মীয় ফারুখ মাতুব্বর জানান, আলমগীর ২৫ বছর সৌদি  আরবে ছিলেন। দুই বছর ধরে বাড়িতে এসে তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে বিকাশ এজেন্টের ব্যাবসা করতেন। গোয়ালন্দ উপজেলার হারুন নামে এক ব্যক্তি আলমগীর ন্যাশনাল আইডি কার্ডের বয়স ঠিক করে দেয়ার কথা বলে শুক্রবার সকালে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর দুপুর দেড়টার পর থেকে আলমগীরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে তাকে গভীর রাত পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিলো না। নানা স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় নগরকান্দা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

শনিবার থানা পুলিশ জানায় আলমগীরের গলাকাটা লাশ গোয়ালন্দে পাওয়া গেছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!