Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে ১৬ বছর পর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২৪, ০৭:০০ পিএম


নবাবগঞ্জে ১৬ বছর পর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন

ঢাকার নবাবগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার শিকারীপাড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার আমির মাওলানা হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

এ সময় তিনি বলেন, আমাদের সকল নেতাকর্মীকে দেশের জনগণের থাকতে হবে। স্বৈরাচারী শাসক পালানোর পর দেশে যে শান্তির বাতাস বইছে তা ধরে রাখাতে হবে। বিগত ১৬ বছর নবাবগঞ্জে জামায়াত ইসলামী প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। আজ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সে স্বাধীনতা আমরা লাভ করেছি। ভোগে নয়, জামায়াত ইসলামী ত্যাগে বিশ্বাসী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন আ. কাদের মিয়া, আবুল কালাম আজাদ খান, ইদ্রিস আলী, হাকিম আলী মাতবর, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক আমির হোসেন মোল্লা, মাওলানা খবির উদ্দিন, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুল সালামসহ থানার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!