Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নোয়াখালীতে হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণে মেঝেতে ধস, আহত ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৪, ০১:১৭ এএম


নোয়াখালীতে হাসপাতালের সেপটিক ট্যাংক বিস্ফোরণে মেঝেতে ধস, আহত ৩

নোয়াখালীর জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের সেপটিক ট্যাংকে বিস্ফোরণে সেখানকার মেঝে ধসে পড়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাতে জেলার সদর হাসপাতাল রোডের আদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতালের কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমি ৩ তলায় ডিউটিতে ছিলাম। বিকট শব্দ পেয়ে নিচে নেমে আসি। তারপর দেখি ধসে পড়েছে ফার্মেসি। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা তিনজনকে উদ্ধার করি। তারপর তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। ক্ষতির পরিমাণ প্রকাশ করতে আমাদের সময়ের প্রয়োজন আছে। কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ইএইচ

Link copied!