Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

ফেনীর বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী প্রধান

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

সেপ্টেম্বর ১, ২০২৪, ০২:২৪ পিএম


ফেনীর বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার(৩১ আগস্ট) এ পরিদর্শনকালে তিনি জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এছাড়া ঢাকা বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ারভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়া বিমান বাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় তিনি উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন  বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যের।

বিআরইউ

Link copied!