Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

গাংনী প্রতিনিধি

গাংনী প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০২:৩৮ পিএম


গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর কুষ্টিয়ার সড়কের অলিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের আইয়ুব আলীর নাতি।

বামুন্দী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রুবেল রানা জানান, আমরা রোড অ্যাকসিডেন্টের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করি এবং তাকে গাংনী হাসপাতালে নিয়ে গেলে গাংনী হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!