Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বন্যাদুর্গত দেড় হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০২:৪৭ পিএম


বন্যাদুর্গত দেড় হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা

ফটিকছড়িতে বন্যাদুর্গত প্রায় ১ হাজার ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

চিকিৎসা শেষে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বানভাসিদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বন্যার্তদের এই চিকিৎসা প্রদান করে ফটিকছড়ি ডক্টরস অ্যাসোসিয়েশন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নারায়ণহাট ইউনিয়নের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

এ সময় তিনি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন ও ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষজন পানিবাহিত রোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে।

এ সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন প্রশংসনীয়, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎকদের মধ্যে উপস্থিত ছিলেন -ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. রাশেদুল আলম রাসেল, ডা. মুহাম্মদ জয়নাল আবেদীন মুহুরি, ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম, ডা. মুহাম্মদ নেজাম উদ্দিন,  ডা. মো. রাসেল, ডা. তামান্না তাবাসসুম জেসি, ডা. প্রীতি বড়ুয়া, ডা. শেখ কাউচার মাহমুদ, ডা. ফয়সাল হিরু।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মো. সাইফুল ইসলাম নাঈম, ডা. মো. রিয়াজ, ডা. সোরেন ধর ইমু, ডা. সৈকত প্রমুখ।

ইএইচ

Link copied!