Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুক্তাগাছায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রীর নামে দুই মামলা, আসামি ২১৫৫ জন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৪:১৫ পিএম


মুক্তাগাছায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রীর নামে দুই মামলা, আসামি ২১৫৫ জন

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সাবেক এমপি, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেএম খালিদ এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, ৯ জন ইউপি চেয়ারম্যানসহ দুই হাজারের অধিক নেতাকর্মীর নামে মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

দুটি মামলাতেই সাবেক প্রতিমন্ত্রীকে ১নং আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে সাবেক পৌর মেয়র মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে একটি ও ৮নং দাওগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে অপর মামলাটি করেন।

দুটি মামলায় মিলে ১৫৫ জনের নাম উল্লেখ করে ও বাকী ২দুই হাজার জনকে অজ্ঞাত রেখে মোট ২১৫৫ জনকে আসামি করা হয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে।

ইএইচ

Link copied!