বরগুনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৪, ০৫:২৩ পিএম
বরগুনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৪, ০৫:২৩ পিএম
সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদ ও উপকূলে বছরে ৮৭ দিন মৎস্য আহরণ, পরিবহণ ও সংরক্ষণ নিষেধাজ্ঞা দেশ বাতিলের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলার পাথরঘাটা শহরের গোল চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপকূলীয় এলাকার হাজার হাজার জেলে ও মৎস্যজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- পাথরঘাটা উপজেলা বিএনপি`র সভাপতি চৌধুরী মো. ফারুক, চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাসুম, জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ইঞ্জিনিয়ারিং মেশিনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসএম, মো. আবুল হোসেন ফরাজী, সগীর আলম প্রমুখ।
ইএইচ