Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুর্নীতির অভিযোগে ইউএনওকে অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৭:০২ পিএম


দুর্নীতির অভিযোগে ইউএনওকে অপসারণের দাবি

স্কুল-মাদরাসার নিয়োগে ঘুষ বাণিজ্য, আওয়ামীপন্থি চক্রের যোগসাজশে প্রভাব বিস্তার ও জনগণের প্রত্যাশিত সেবা নিতে গেলেও দুর্ব্যবহারের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহাকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷

এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের প্রেক্ষিতে তার অপসারণ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে৷

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ওই অভিযোগ করা হয়েছে৷

অভিযোগে বলা হয়েছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার কালিয়া উপজেলা শাখার সাধারণ শিক্ষার্থী৷ আপনি অবগত আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ইন্ধনে দেশের মাঠ প্রশাসনে ব্যাপক বিকেন্দ্রীকরণ করা হয়েছে৷ এই ছোবল থেকে বাদ যায়নি কালিয়া উপজেলাও৷ ২০২৩ সালের ১২ মার্চ থেকে কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ৩৪ ব্যাচের কর্মকর্তা রুনু সাহা৷ যোগদানের পর থেকেই উপজেলার আওয়ামীপন্থি একটি চক্রের সাথে যোগসাজশে প্রভাব বিস্তার শুরু করেন৷

এ উপজেলার একাধিক স্কুল এবং মাদরাসায় একজন নৈশপ্রহরী পদেও তিনি সাত থেকে দশ লাখ টাকা করে ঘুষ নিয়েছেন৷ স্থানীয় হাট-বাজারের ইজারা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রায় সকল জায়গা থেকেই হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা৷ পাশাপাশি সিটিজেন চার্টার অনুযায়ী জনগণের প্রত্যাশিত সেবা নিতে গেলেও করেছেন দুর্ব্যবহার ও হয়রানি৷

অভিযোগে আরও বলা হয়েছে, আওয়ামী সরকারের প্রেতাত্মা হিসেবে কাজ করা এই উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক৷ অন্যথায় উপজেলা প্রশাসন ঘেরাউ করে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে৷

উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, এ বিষয়ে আমি এখনো জানি না৷ অভিযোগ দিলে শুনানি হবে৷ প্রক্রিয়া অনুযায়ীই সব হবে৷

ইএইচ

Link copied!