Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে হাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৭:০৯ পিএম


দিনাজপুরে হাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার একটি ছাত্রী নিবাস (মেস) থেকে সুরাইয়া আক্তার (২৪) নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, সুরাইয়া আক্তার নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের কন্যা ও দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রী।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, সুরাইয়া আক্তার হাবিপ্রবি’র অদূরে মহাবলীপুরস্থ আছিয়া ছাত্রীনিবাসের ২০৭নং কক্ষে থাকতো।

ছাত্রী নিবাসের মালিক মো. লিটন কোতয়ালী থানায় জানান যে, শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!