Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাসিনার প্রেতাত্মারা এখনোর রয়ে গেছে: ড. কামাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৮:৩৬ পিএম


হাসিনার প্রেতাত্মারা এখনোর রয়ে গেছে: ড. কামাল

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাঞ্ছারামপুরের মাটিতে বিচরণ করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাঞ্ছারামপুরের আওয়ামী প্রেতাত্মাদের ছাড় নাই, তাদেরকে কোন অন্যায়-অনাচারে প্রশ্রয় দেওয়া হবে না।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি শান্তিপ্রিয় সাংগঠনিক দল, আওয়ামী লীগের দোসরা যদি শান্তিপ্রিয় বিএনপি এবং সাধারণ মানুষদের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও সাবেক জাতিসংঘের কর্মকর্তা কৃষি প্রকৌশলী ডক্টর মো. সাইদুজ্জামান কামাল।

তিনি বলেন, বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা নয়ন হত্যার দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টাতমূলক শাস্তি প্রদান করতে হবে। নয়নের রক্ত বৃথা যেতে পারে না। নয়ন হত্যার সাথে জড়িতদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কখনোই ছাড় দেবে না।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াছ, যুক্তরাজ্যের ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম এবং ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি নাজমুল হুদা, নয়নের পিতা মো. রহমত উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুস সালাম, রূপসদী বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা উলামা দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের মনিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, পৌর জাসাসের আহ্বায়ক মো. কালাম, মানিকপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ-আলম প্রমুখ।

ইএইচ

Link copied!