Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৮:৪৬ পিএম


রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ভাঙচুরকারী রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ির কেয়ারটেকার শত কোটি টাকার মালিক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর শাস্তি ও নতুন যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার বিকালে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- শহিদ, ওহিদ, আলম হোসেন, রেজা মন্ডল আলম সহ স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী।

বক্তারা বলেন, মিজানুর রহমান মজনুর বাবার তেমন কোনো সম্পদ ছিল না। সামান্য মেম্বার ছিলেন। সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ির কাজের লোকের মতো থাকতেন। মন্ত্রীপুত্র মিতুল হাকিমের ক্যাডার বাহিনীর মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। পরে তাকে জেলা পরিষদ সদস্য ও মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান বানায়। চাঁদপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি ভেঙে পিছনের জমির মালিক হাজী শহিদুল ইসলামকে ধরে নিয়ে আটকে রেখে ক্রসফায়ারের হুমকি দিয়ে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা আদায় করাসহ জমি দখল করে আলিশান মার্কেট নির্মাণ করেছে। মার্কেট নির্মাণের স্বার্থেই ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এ যাত্রী ছাউনি ভাঙা হয়। এ ঘটনায় মামলা হলেও ক্ষমতার দাপটে মজনু বেঁচে যায়। আমরা দ্রুত যাত্রী ছাউনি নির্মাণসহ মিজানুর রহমান মজনুর শাস্তির দাবি জানাচ্ছি।

ইএইচ

Link copied!