Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:১০ পিএম


পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

নেত্রকোণার পূর্বধলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, রোববার দুপুর ২টার দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামে।

এ ব্যাপারে রাতেই আহতের পুত্র সাদ্দাম হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, মহিষবেড় গ্রামের বাদশাহ মিয়ার সাথে নানা বিষয় নিয়ে তারই প্রতিবেশী মো. ইদ্রিস আলীর পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে, গত রোববার দুপুরে বাদশাহ মিয়ার স্ত্রী রহিমা খাতুন বাড়ির সামনের সবজি বাগান থেকে সবজি নিয়ে বাড়ি ফেরার পথে ইদ্রিস আলীর পুত্র মো. ইয়াসিন তার পথরোধ করে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে, রহিমা খাতুন এর প্রতিবাদ করলে ইয়াসিন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রহিমা খাতুন ও তার স্বামী বাদশাহ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম আমার সংবাদকে জানান, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!