Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

ঝুঁকিতে নাজিরপুরের আয়রন ব্রিজ, ভোগান্তিতে দশ হাজার বাসিন্দা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:১৪ পিএম


ঝুঁকিতে নাজিরপুরের আয়রন ব্রিজ, ভোগান্তিতে দশ হাজার বাসিন্দা

পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের একটি খাল সংস্কার না করায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে খালের উপরের সেতুটি। এতে ভোগান্তিতে পড়েছে এ ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীসহ দশ হাজার মানুষ।

জানা যায়, উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের মনোহরপুর বাজার সংলগ্ন খালে ধরের সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ২৫০ ফুট দীর্ঘ এই আয়রন ব্রিজের পাশে মনোহরপুর বাজার ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দুর্ভোগে পড়েছে।

এলাকাবাসী জানান, বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় ঝুঁকি নিয়ে তাদের এ সেতুটি পারাপার করতে হচ্ছে। যে কোনো সময় সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেন।

সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, লোহার স্তম্ভের ওপর সিমেন্টের পাটাতন দিয়ে তৈরি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির এক তৃতীয়াংশ সিমেন্টের পাটাতন রয়েছে, বাকি অংশে পাটাতন নেই।

স্থানীয়রা আরো জানান, প্রবল স্রোতের পাশাপাশি বেপরোয়া ট্রলার চলাচলের  আঘাতে বেশ কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেতুটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহীন আকন্দ জানান, পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় আয়রন ব্রিজটি একদিকে হেলে পড়ে। এ কারণে স্থানীয়রা সেতুটির পাটাতনের কিছু অংশ সরিয়ে ফেলেছে। এতে সেতু দিয়ে চলাচলে দুর্ভোগের শিকার স্থানীয়রা।

দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের মনোহরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, মনোহরপুর বাজার এলাকার এটি একটি বড় বাজার। সেতুটি সংস্কার না হওয়ায় এ বাজারে আসা-যাওয়া ও অন্যান্য কাজে সেতুটি পারাপারে এলাকাবাসী ব্যাপক দুর্ভোগে পড়েছেন। তাই সেতুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী মো. জাকির মিয়া বলেন, ২৫০ ফুট দীর্ঘ এই আয়রন ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই রকম কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!