Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাশিয়ানীতে বেসরকারি ব্যাংকের শাখা উদ্বোধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:৪৪ পিএম


কাশিয়ানীতে বেসরকারি ব্যাংকের শাখা উদ্বোধন

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নামের একটি বেসরকারি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলা সদর বাজারে আনুষ্ঠানিকভাবে উপ শাখার উদ্বোধন করেন ব্যাংক কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন- ব্যাংকের হেড অফিসের প্রতিনিধি ফরিদপুর শাখার ব্যাবস্থাপক খন্দকার শফিক এনায়েত।

কাশিয়ানী উপ-শাখার ব্যাস্থাপক আসলাম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার মোল্যা, বীর মুক্তিযোদ্ধা এম এ খায়ের মিয়া, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মেরাদ, ভাইস চেয়ারম্যান মো. জামিনুর রহমান জাপান, সাবেক ব্যাংক কর্মকর্তা এমএ খালেক বিশ্ববিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. দাউদ হোসেন, প্রধান শিক্ষক  মো. কামরুল হাসান, ভবন মালিক মো. মঞ্জুরুল হোসেন লাবলু, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুন্নু প্রমুখ।

ইএইচ

Link copied!