Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বন্যার্তদের পাশে মোহাম্মদ কফিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:৩৯ পিএম


বন্যার্তদের পাশে মোহাম্মদ কফিল উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যার্তদের মাঝে পাঁচদিন ব্যাপী ত্রাণ বিতরণ করেছেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন।

গতকাল (৩১ আগস্ট) শনিবার সকালে কুমিল্লা মনোহরগঞ্জ এবং চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় পানিবন্দি ছয়শত পরিবারের মাঝে শুকনা খাবার, ঔষধ, বিশুদ্ধ খাবার পানি দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যানের (পিএস) কুদ্দুস হাওলাদার, আমিন বাজার ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, বিএনপি নেতা আবু হোসেন ও শাহীন, হাজী ফালান মেম্বারসহ অনেকে।

এর আগে গতকাল সারাদিন নোয়াখালী জেলার ছাগলনাইয়া ত্রাণ বিতরণ করেন তিনি। তাদের এ ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন।

আরএস

Link copied!