Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৫:৩০ পিএম


গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এইমানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহম্মেদ, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহি, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙামাটি জেলার সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের যেকোনো ঘটনা, দুর্যোগসহ আরও নানান ঘটনাবলি অত্যন্ত ঝুঁকির নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে গণমাধ্যম। কিন্তু কারো বিপক্ষে গেলেই তারা গণমাধ্যম কর্মীদের হামলার পাশাপাশি গণমাধ্যম অফিসেও ভাঙচুর চালাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয় গণমাধ্যমকে। কিন্তু সবসময় দুর্বৃত্তরা গণমাধ্যমে ওপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে। গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

ইএইচ

Link copied!