Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৫:৪৯ পিএম


জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাধারণ সভা অনুষ্ঠিত

স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামালপুরে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার বেলা আড়ায়টার দিকে শহরের মাতৃসদন রোডস্থ মুক্তিযেদ্ধা জেলা কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

সভায় অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি মোখলেসুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন, আবুল হোসেন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আলাল উদ্দিন, নাজিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা সন্তান ওয়ারেছ আহম্মেদ প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক বলেন, দেশে ৮০ হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে। এর বাহিরে যারা মুক্তিযুদ্ধের খাতায় নাম লিখে ভাতার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সুবিধা নিয়ে আসছেন তাদের বাছাই করার এখনই সময়।

তিনি বলেন, এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আজ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হয়েছে, তাই ভুয়া মুক্তিযোদ্ধা চূড়ান্ত করে এদের শাস্তির আওতায় হোক।

ইএইচ

Link copied!