Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় বন্যার্তদের অর্থ সহায়তা দিল হেফাজত ইসলাম

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৬:৪১ পিএম


আখাউড়ায় বন্যার্তদের অর্থ সহায়তা দিল হেফাজত ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার বিকাল ৩টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর মাদরাসা মাঠে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে সরকার ও দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

নগদ অর্থ বিতরণকালে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, আখাউড়া হেফাজত নেতা মাওলানা ওবায়দুল ভাদুঘরী, মাওলানা মাহমুদুল হাসান, হাজী মো. বিল্লাল হোসেন, মুফতি ইব্রাহিম, মাওলানা রাসেল মোল্লা প্রমুখ।

ইএইচ

Link copied!