Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে আনসার ক্যাম্পে হামলা-লুটপাট-অগ্নিসংযোগ ২০ লাখ টাকার ক্ষতি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৮:৩৩ পিএম


নীলফামারীতে আনসার ক্যাম্পে হামলা-লুটপাট-অগ্নিসংযোগ ২০ লাখ টাকার ক্ষতি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নীলফামারী দপ্তরের আওতাধীন জলঢাকা ও ডিমলা উপজেলায় ১৪ ভেন্ট বিশিষ্ট বুড়িতিস্তা ব্যারেজ ও আনসার ক্যাম্প অবস্থিত।

ওই স্থাপনাটি কেপিআই ‘গ’ শ্রেণীভুক্ত এলাকা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে নাশকতাকারীরা ওই স্থাপনায় হামলা চালায়।

৫ আগস্ট আনসার ক্যাম্পে তারা ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এ সময় নিরস্ত্র আনসার সদস্যরা জীবন রক্ষার তাগিদে নিরাপদ স্থানে সরে যায়। ওই সময় হামলাকারীরা আনসার সদস্যদের ব্যবহার্য মালামাল, লাইট, ফ্যান, চেয়ার টেবিল, আসবাবপত্র, ক্যাম্পের দরজা, জানালা, বাথরুমের কমোড, ব্যারেজের সিসি ক্যামেরা, ল্যাম্পপোষ্ট লুট করে নিয়ে যায়।

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এমন দাবি করা হয়।

নীলফামারী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান ক্ষয়ক্ষতির বিবরণ লিখিতভাবে রংপুর পানি উন্নয়ন সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে অবহিত করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ইবনে সাজ্জাদ শাওন জলঢাকায় থানায় লিখিত অভিযোগ করেন।

ইএইচ

Link copied!