Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এসপি মারুফাত

মানুষের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়নই আমার দায়িত্ব

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৯:২৯ পিএম


মানুষের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়নই আমার দায়িত্ব

নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেছেন- মানুষের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়নই আমার দায়িত্ব। বিপ্লবের মাধ্যমে ৫ আগস্টের পর যে অন্তবর্তীকালীন সরকার বা ইন্টেরিম গভর্নমেন্ট গঠিত হয়েছে সে সরকার আমার সম্পর্কে যাচাই-বাছাই করেই যোগ্য ভেবে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্বকে গ্রহণ করে নাটোরে এসেছি।

বলেন- নাটোরের মানুষের কল্যাণে ও সুশাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সমাজের চোখ ও কান। আপনাদের সুপরামর্শে কাজ করে যেতে চাই। এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

সোমবার বিকালে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এসব কথা বলেন।

নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আরও বলেন, মানুষের যানমালের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা ফেরানো আমার কাজ। কিছু সংখ্যক পুলিশের অপরাধের দায়ভার ডিপার্টমেন্ট নিবে না।

নতুনভাবে যে কর্মসূচি নিয়ে নাটোরে এসেছেন, যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তা মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানান তিনি।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ৩ মাসের মধ্য নাটোরে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজিকে খুঁজে পাওয়া যাবে না। নাটোরের মানুষের মাঝে শান্তি ফেরাতে যা যা করা প্রয়োজন তাই করা হবে। ৫ আগস্টের আগে দেশে যে সমস্ত পুলিশরা ছিল, তারা এখন আর নেই। এখন থেকে নতুন করে ন্যায় প্রতিষ্ঠিত হবে। তিনি যে ভিশন নিয়ে এসেছেন তার সঙ্গে থাকা অন্য পুলিশরাও সেই একই ভিশনে কাজ করবে বলে তিনি মতবিনিময় সভায় বলেন।

এ সময় সাধারণ মানুষরা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানান সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকদের পক্ষে বক্তব্যে দেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, প্রথম আলোর মুক্তার হোসেন, এন টিভির হালিম খান, রনেন রায়, দেবাশীষ সরকার, নাসিম উদ্দিন খান নাসিম প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ

Link copied!