তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:০১ পিএম
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:০১ পিএম
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান আল মামুনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাইর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুক্তিযোদ্ধা প্রজন্ম দেলোয়ার হোসেন ফুল মিয়া, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথি ও বীর মুক্তিযোদ্ধা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করব। আর্থিক ক্ষমতাসহ তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।
ইএইচ