Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নারীর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:৩৬ পিএম


সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেব বাজার এলাকায় বাবার বাসা থেকে থেকে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গিয়ে সাদ্দাম বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টায়।

এলাকাবাসী জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাদ্দাম বেগম তার শ্বশুরবাড়ি গোপালদী থেকে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে ঘটনার সময় তার বোনের বাড়ি বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন।

এ সময় সাহেববাজার এলাকায় খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানার কারণে সেখানেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন।

ইএইচ

Link copied!