Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:৫৮ পিএম


কালীগঞ্জে সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

‘মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারোমাস’ এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট-২৪ সিজন-৩ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার কাকিনা ক্রিকেট পরিবারের আয়োজনে ওয়ালটনের সৌজন্যে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুল ইসলাম, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাকিল হোসেন।

এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক কাকিনা ব্রাইড বয়েজ ক্রিকেট দলের সাথে মোকাবেলা করেন রংপুর টেপটেনিস ক্রিকেট দল।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। আগামী ৭ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ওয়ালটনের সৌজন্যে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দল পাবে একটি এলইডি টেলিভিশন।

ইএইচ

Link copied!