Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:০২ পিএম


বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোরের বাগাতিপাড়ায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের দায়ে মো. দুলাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেছেন।

সাজাপ্রাপ্ত দুলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

ঘটনার সময় ভিকটিম রাজশাহী জেলার চারঘাট উপজেলার মৌলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান, ২০১১ সালের ২ জুলাই আসামি দুলাল হোসেন ভিকটিমকে পেয়ারা খাওয়ানোর নাম করে ফুঁসলিয়ে তার নিজ বাড়ি চাঁইপাড়াতে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ সময় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবাকে ঘটনাটি খুলে বলে।

এরপর শিশুটির মা বাবা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে পরের দিন ৩ জুলাই বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার ১৩ বছর পর মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

ইএইচ

Link copied!