Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:৩৮ পিএম


ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য উপজেলার ২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিআরডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম।

ইএইচ

Link copied!