Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

বন্যার্তদের সহায়তায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার অনুদান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৪:৪৯ পিএম


বন্যার্তদের সহায়তায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার অনুদান

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখা পক্ষ থেকে মঙ্গলবার ১ লক্ষ ১১ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান বলেন, এই সামান্য অনুদান আমরা আমাদের বিভিন্ন বিভাগ থেকে সংগ্রহ করে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে পাঠিয়েছি।

সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা থেকে দেশের সকল নাগরিক যার যার স্থান থেকে বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়েছে, এই ধরনের মহতী কাজে যারা সহযোগিতার হাতকে সম্প্রসারিত করেছেন তারা সবাই প্রশংসার দাবিদার।

এই উদ্যোগের চিন্তা ও ভাবনাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন প্রধান উপদেষ্টা ও তার পরিচালক পর্ষদের অন্যান্য উপদেষ্টাগণ যারা এ সকল কার্যক্রম বাস্তবায়িত করার জন্য সর্বদা পরিশ্রম করে চলেছেন তাদের সবাইকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ইএইচ

Link copied!