Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কেন্দ্রীয় ত্রাণ কমিটির হাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির ১০ লাখ টাকার চেক প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৫:০২ পিএম


কেন্দ্রীয় ত্রাণ কমিটির হাতে কিশোরগঞ্জ জেলা বিএনপির ১০ লাখ টাকার চেক প্রদান

দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম.জাহিদ হোসেনের কাছে জেলা বিএনপির পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!