Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

মির্জাপুরে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৬:২৪ পিএম


মির্জাপুরে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই আন্ডারপাস এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় শফিকুল (৪১), রাশেদ (৩০), কালাম (৩০) ও রবিন শেখ (৩০) নামের চারজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 
স্থানীয় এক দোকানদার বলেন, ৫ তারিখের পর থেকে কেউ চাঁদা নেয় না। তবে এখানকার নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নিজেরা ৩০ টাকা করে চাঁদা দিয়ে থাকি। মূলত এই টাকা উত্তোলনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!