জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৭:১৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৭:১৫ পিএম
জয়পুরহাটের কালাই থানাধীন দেওগ্রাম এলাকা থেকে মাদকসহ বিউটি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মোছা. বিউটি খাতুন (২৮) কালাই উপজেলার দেওগ্রাম এলাকার মো. আব্দুর রশিদ মণ্ডলের স্ত্রী।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিউটি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তার স্বামী রশিদের মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গতকাল সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল দেওগ্রাম এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় বিউটিকে আটক করে এবং রশিদ কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিউটির কাছে থাকা অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জেলার কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইএইচ