Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে ২৫টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৭:৩১ পিএম


রাঙামাটিতে ২৫টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএমের (বার) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএম পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন জিডিমূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।

বুধবার দুপুরে রাঙামাটি কোতয়ালী থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম।

সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পুলিশ সুপার ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যাবধি ৩৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মবকর্তা (ওসি) মুহাম্মদ আলী, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!